তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার বিকল্প নেই— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার
কর্ণফুলী প্রতিনিধি
বাংলাদেশের টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। তিনি বলেন, “তরুণরাই এগিয়ে এলে এগিয়ে যাবে বাংলাদেশ। এ দেশ সম্ভাবনাময়। দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় এ কে এগ্রো এন্ড ডেইরি হাব মাঠে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম অঞ্চলের ডেইরি খাতের উন্নয়ন সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আকতার বলেন, আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। সেই ঐতিহ্যকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি খোলা বাজারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের স্বার্থ রক্ষায় দেশীয় উৎপাদন ও উদ্যোক্তা নির্ভর খাতকে শক্তিশালী করা জরুরি।
ডেইরি খাত প্রসঙ্গে তিনি বলেন, এ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃত্রিম প্রজনন পরিচালক মো. শাহজামান খান তুহিন, সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজ শাহীনা ফেরদৌসী, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আতিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এ কে এগ্রো এন্ড ফার্মের পরিচালক ও বাংলাদেশ ডেইরি এন্ড ফার্মস ফ্যাটিনিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেইন ডিপিডি ডা. হারুন অর রশিদ।
সেমিনারে পাঁচ শতাধিক খামারি উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সেমিনার শেষে প্রধান অতিথি এ কে এগ্রো এন্ড ফার্মের শুভ উদ্বোধন করেন।





