তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত মমতাজ হোসেন লিপি
জহুরুল ইসলাম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে মাঠে নেমেছেন বিএনপি’র সম্ভাব্য প্রার্থী কুড়িগ্রাম ৪ আসনের সাবেক এমপি মরহুম গোলাম হোসেনের কন্যা মমতাজ হোসেন লিপি। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রতিদিনই তিনি বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও সাধারণ মানুষের বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ করছেন, মতবিনিময় করছেন এবং ৩১ দফার তাৎপর্য তুলে ধরছেন। বিশেষ করে জনগণের অধিকার পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি তিনি তুলে ধরছেন।
মমতাজ হোসেন লিপির সঙ্গে বিএনপি’র স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও মাঠে সক্রিয় রয়েছেন। এলাকাবাসীর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
তিনি বলেন,
“আমার লক্ষ্য শুধু নির্বাচন নয়, মানুষের পাশে দাঁড়ানো। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।”
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও তার সঙ্গে থেকে প্রচারণাকে আরও বেগবান করছেন। তৃণমূলের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।