সারাদেশ

তিতাস মেডিকেল সেন্টার: পরিচালকের বিরুদ্ধে শেয়ার বঞ্চনা ও দুর্নীতির তীব্র অভিযোগ

জেলা প্রতিনিধি,কুমিল্লা।। 

কুমিল্লার তিতাস মেডিকেল সেন্টারে ভয়াবহ অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির এনআইসিইউ (NICU) বিভাগের পরিচালক বিজয় চন্দ্র সূত্র ধর তাঁর শেয়ার সংক্রান্ত প্রাপ্য অর্থ এবং দুই বছরের লভ্যাংশ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. লিটন মিয়া, জেনারেল ম্যানেজার (জিএম) আবদুল আওয়ালসহ অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে।

তিনি এ সংক্রান্ত লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলা প্রশাসক, সিভিল সার্জন, কোতয়ালী মডেল থানার ওসি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। অভিযোগে বিজয় চন্দ্র সূত্র ধর উল্লেখ করেন, তিনি প্রতিষ্ঠানে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেও তাঁকে শেয়ারের দলিল প্রদান করা হয়নি এবং নিয়মিত আলোচনার পরও দুই বছরের লভ্যাংশ দেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, তিতাস মেডিকেল সেন্টারের NICU বিভাগে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অনেক নবজাতক সুস্থ অবস্থায় থাকলেও অপ্রয়োজনীয়ভাবে NICU-তে রাখা হয়, যাতে অতিরিক্ত বিল আদায় করা যায়। একইসঙ্গে দালালদের মাধ্যমে রোগী সংগ্রহ করে মোটা অঙ্কের কমিশন প্রদানের অভিযোগও উঠেছে।

বিজয় চন্দ্র সূত্র ধর বলেন, “আমি শুধু আমার ন্যায্য পাওনা চাই। কিন্তু বারবার অবহেলা ও হয়রানির শিকার হচ্ছি। এখন সরকারি হস্তক্ষেপই একমাত্র ভরসা।”

এ বিষয়ে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির এমডি ডা. লিটন মিয়া ও জিএম আবদুল আওয়ালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভিযোগ তদন্তে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় ভোক্তারা বলছেন, স্বাস্থ্য খাতে এমন অনিয়ম এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,