দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম (মিঠু) এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:সভাপতি: আলমগীর হোসেন (সাবেক চেয়ারম্যান),সি: সহ-সভাপতি: আলী আকবর মাষ্টার,সহ-সভাপতি: শাহাবুদ্দিন মাষ্টার,সহ-সভাপতি: দুলাল পাটওয়ারী,সাধারণ সম্পাদক: মোঃ সফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক: হুমায়ুন কবির মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক: জাহাঙ্গীর হোসেন,সহ-সাধারণ সম্পাদক: আবু ইউছুপ চৌকিদার,সাংগঠনিক সম্পাদক: রফিক পাটওয়ারী,সহ-সাংগঠনিক সম্পাদক: আবু সুফিয়ান
রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম (মিঠু) নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন বিএনপির নতুন কমিটি তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করবে। ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া বলেন, “এই কমিটির মাধ্যমে ইউনিয়ন বিএনপি নতুন গতিতে এগিয়ে যাবে। সংগঠনের প্রতিটি স্তরে নেতৃত্বকে ঐক্যবদ্ধ রেখে সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করতে হবে।”
নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে দলীয় শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।