সারাদেশ

দশমিনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু দাফন সম্পন্ন

মোঃ জায়েদ হোসেন,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাকিল আহমেদ
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, এর আগে গত ১৪ নভেম্বর বিকেলে উপজেলার দশমিনা-ঢাকা মহাসড়কের চরহোসনাবাদ কলেজপাড়া এলাকায়
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এ ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এবং
পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।
সোমবার (১৬ ডিসেম্বর) যোহর বাদ বেলা ২ টার সময় উপজেলার ৬নং বাঁশবড়িয়া ইউনিয়নের গছানী বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ শেষে তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশুপুত্র, পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং