দিনাজপুরে মব ভাইলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)
দিনাজপুরে মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এখন থেকেই করা হবে বলে দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত ২৮ সেনা ক্যাম্পের লেঃ কর্নেল খ, ম, আরাফাত আলী সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভায় একথা বলেন
লেঃ কর্নেল আরোও বলেন, সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর হস্তে দমন করবে যা সাধারন মানুষ সেনাবাহিনীর কাছে দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছে।
সেনাবাহিনী সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য যেকোনো পরিস্থিতি এবং দেশ গঠনের সর্বশেষ হাতিয়ার সেনাবাহিনী বাস্তবায়ন করবে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১২ টার সময় দিনাজপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর ২৮ আর্মি ক্যাম্পের লেঃ কর্ণেল খ. ম আরাফত আলী এ তথ্য জানানো হয়।
তিনি আরোও বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুরেও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও বেশি সক্রিয়ভাবে কাজ করবে।
অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে বলে সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন। এখন থেকে জনভোগান্তিমূলক কোন কর্মকান্ড কেউ যদি করার চেষ্টা করে বা রাস্তা অবরোধ করার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি করেন। যে কারো যেকোনো দাবি-দাওয়া থাকতেই পারে তবে সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে দাবি-দাওয়া বা সরকারকে জিম্মি করার প্রশ্নেই আসেনা। এমন কর্মকান্ড করলে তাহলে সেনাবাহিনী তার আসল চেহারা প্রদর্শন করে ভায়োলেন্সকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন।যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টিভির দিনাজপুর প্রতিনিধি মাহফুজুল হক আনার, ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, আমার দেশ দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান, বাংলা টিভি দিনাজপুর প্রতিনিধি মঞ্জুরুল আলী শাহ, বিরল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার বিরল প্রতিনিধি আতিউর রহমান, বিরল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বিরল প্রতিনিধি তাজুল ইসলাম, খোলা কাগজ পত্রিকার বোচাগন্জ প্রতিনিধি ফরিদ আহমেদ, দৈনিক করতোয়া পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মন্জুরুল আলম, দৈনিক যুগান্তর বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখও।