সারাদেশ

দুদকের মামলায় গ্রেফতারের নির্দেশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিবের আদালত এ নির্দেশ দেন।
এর আগে রবিবার (১২ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের আবেদনের প্রেক্ষিতে হেনরীর নামে থাকা জমি ও ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি এবং ১৬টি গাড়ি, ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকাসহ যৌথ মালিকানাধীন চারটি কোম্পানির এক কোটি ৩৪ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত।
এ সময় দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজাউল করিম রেজা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন বিচারক।
স্বামী শামীম তালুকদারসহ জান্নাত আরা হেনরীর ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় তিন হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়াসহ প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এসব অভিযোগে গত ২৩ ডিসেম্বর জান্নাত আরা হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ পৃথক দুটি মামলা করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং