দেড় যুগ পর ঘোড়ার গাড়িতে চড়িয়ে নেত্রীকে বরণ
আসাদুজ্জামান আসাদ সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজ এর একাদশ শ্রেনীর নবীন ছাত্র ছাত্রীদের বরণ উৎসব অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা কে ঘোড়ার গাড়িতে চড়িয়ে, ঢাক ঢোল বাজিয়ে বরণ করে নেন কলেজের ছাত্র শিক্ষক সহ এলাকার আপামর জন সাধারণ।
দীর্ঘ দেড় যুগ পর সাটুরিয়া কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান করেন মানিকগঞ্জের মাটি মানুষের নেত্রী জেলা বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আফরোজা খানম রিতা। বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ থেকে সাটুরিয়া বাজারে এসে পৌঁছলে বাজার থেকে কলেজ পর্যন্ত ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিয়ে যান এলাকাবাসী ও দলীয় নেতা কর্মীরা। ঘোড়ার গাড়ী থেকে নেমে নবীন বরণ অনুষ্ঠানে যোগদান করেন। ফুলেল শুভেচ্ছা দেন কলেজের নতুন পুরাতন ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারী সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন এলাকার আপামর জনসাধারণ।
নবীন বরণ অনুষ্ঠানে আফরোজা খানম রিতা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন সৎ থাকলে দূর্নীতি প্রশ্রয় পাবে না। সৎ ও আদর্শবান নাগরিক হও। এসময় তিনি আরও বলেন ২০০৫ সনে এখানে এসেছিলাম আবার ২০২৪ এ এলাম। আপনাদের ভালবাসায় আমি সিক্ত।
সাটুরিয়া সৈয়দ কালু শাহ বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: আওয়াল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মো: আমীর হামজার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কদ্দুস খান মজলিশ মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।