সারাদেশ

দেবিদ্বারে প্রবাসীর গাড়িতে ডাকাতি : ২৮ লক্ষ টাকা মালামাল লুট 

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা :-কুমিল্লা দেবিদ্বার-চান্দিনা সড়কে সৌদি প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রেরমুখে নগদ টাকা, রিয়েল, ডলারসহ প্রায় ২৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

বুধবার (১৬ জুলাই ) ভোরে দেবিদ্বার উপজেলার চান্দিনা-দেবিদ্বার সড়কের নবিয়াবাদ স্টিলের ব্রিজ এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার আশিকুর রহমান (২৭) উপজেলার মোহনপুর গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র।

আশিকুর রহমান জানায়, আমি সৌদি থেকে রাত ১২ টায় ঢাকা বিমানবন্দরে নেমে প্রবাসি ট্যাক্সি দিয়ে আমার গামের বাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুরের উদ্দেশ্যে রওয়ানা দেই। ভোর ৪ টায় দেবিদ্বার-চান্দিনা সড়কের নবিয়াবাদ স্টিলের ব্রিজ এলাকায় গাড়িটি গতিরোধ করে ১০-১২ জনের ডাকাত দল আমার উপর আক্রমণ করতে আসে। এসময় তারা আমাকে দেশীয় ধারালো অস্ত্রের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে ও ভয় দেখিয়ে আমার ইকামা, ব্যাংক কার্ড, আট ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা, রিয়েল,ডলার,লেপটপ, মোবাইলসহ প্রায় ২৮ লক্ষ মূল্যের বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে এ বিষয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভুক্তভোগী আশিকুর রহমান বাদি হয়ে একটি অভিযোগ করেছেন। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,