সারাদেশ

ধর্মীয় উসকানিতে বিউটি পার্লার তছনছ, মালিক রক্তাক্ত , মামলা নিতে পুলিশের অনীহা

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

দিবালোকে প্রকাশ্য সড়কে নারীর উদ্যোক্তাবান্ধব পরিবেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিউটি পার্লারে সংঘবদ্ধ, পূর্বপরিকল্পিত হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ১৬ জানুয়ারি ২০২৬ বিকেলে উপজেলা পরিষদ সড়কের ওয়ান ব্যাংকের সামনে অবস্থিত অপরুপা বিউটি পার্লার-এ সংঘটিত এ ঘটনায় মালিক ফেরদৌসী আক্তার গুরুতর আহত হন।
ভিকটিমের অভিযোগ অনুযায়ী, একদল ব্যক্তি দলবদ্ধভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিয়ে ভয়ভীতি সৃষ্টি করে এবং তাকে নির্মমভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করে। হামলাকারীরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও সরঞ্জাম ভাঙচুর করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
রক্তাক্ত অবস্থায় ফেরদৌসী আক্তারকে উদ্ধার করে সদর লক্ষীপুর ফেয়ার হসপিটাল এন্ড সিটি এমআরআই সেন্টার ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভিকটিম আরও অভিযোগ করেন, ঘটনার পর রায়পুর থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করা হয়নি এবং কোনো কার্যকর আইনগত সহায়তাও দেওয়া হয়নি। এতে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে রায়পুর থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও ভিকটিমের দাবিতে হামলাকারীরা জামায়াত-শিবির ও বিএনপি সংশ্লিষ্ট হতে পারে বলে উল্লেখ করা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।
প্রকাশ্য দিবালোকে নারী উদ্যোক্তার ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা রায়পুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,