সারাদেশ

ধর্ষণ ও সহিংসতার শাস্তি না হলে অপরাধ বাড়বে: নাহিদ ইসলাম

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- দেশে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে অপরাধপ্রবণতা বাড়বে।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

পটুয়াখালীর দুমকি উপজেলায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাহিদ ইসলাম হাসপাতালে গিয়ে ছাত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

 

হাসপাতালের উপপরিচালক দিলরুবা ইয়াসমিনের কক্ষে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়ছে। এসব অপরাধীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সরকার ধর্ষণের ঘটনায় আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে পটুয়াখালীর ঘটনাসহ অন্যান্য ধর্ষণের বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘তদন্ত প্রক্রিয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে জন্য আমরা পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতা করব।’

 

সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম ছাত্রীর গ্রামের বাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের উদ্দেশে রওনা হন। তিনি সেখানে গিয়ে ছাত্রীর বাবা—যিনি জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন—তার কবর জিয়ারত করবেন।

 

নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,