সারাদেশ

নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা

 

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার এসএসসি ও এইচএসসি ২০২৩/২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীদের সম্মাননা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁ ।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলার মহাদেবপুর উপজেলার চৌময়েশিয়া (নওহাটা মোড়ে) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩০ মেধাবী শিক্ষার্থী ও পাঁচ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। এসময় অসহায় দুইজনকে প্রতিবন্ধী হুইল চেয়ার প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁর সভাপতি এ কে সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল হক।

প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। সবার আগে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে নওগাঁকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অবঃ) আলহাজ্ব আবদুস সামাদ তরফদার, বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অবঃ) মো খবির উদ্দিন মন্ডল ও নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম জনাব কামরুজ্জামান।

আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক-সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন, বন্দাই খাড়া টেকনিক্যাল বিএম কলেজের প্রিন্সিপাল আব্দুর রহমান রিজভী, কথাকলি লাইব্রেরীর কর্ণধার হারুন অর রশিদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সহকারী গ্রন্থাগারিক আসাদুজ্জামান জনসহ হেল্পলাইন হ্যালো নওগাঁর সদস্যরা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং