সারাদেশ

নওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় জায়গাঁ- জমি- নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাত ৮ টারদিকে ছুরিকাঘাতে কফিজ উদ্দিন (৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে এবং ফয়েজ উদ্দিন নামের একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় গ্রামে। রাত আটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।

এজাহার সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার বালাতৈড় গ্রামের কফিজ উদ্দিনের সাথে নইমুদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার নইমুদ্দিন ঐ জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু তোলার সুবিধার্থে ভুটভুটি যাওয়ার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা করেন। বিষয়টি জানতে পেরে বাধা দিতে গেলে নইমুদ্দিনের নির্দেশে রকি নামের আরেক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে উপর চুরি দিয়ে কাঘাত করে।

এ সময় কপিলের চিৎকারে তার চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে আসলে নইমদ্দিন ও রকি তাকেও বেধড়ক মারধর করে জখম করে। তাদের চিৎকারে স্বজনরা ছুটে আসলে নইমুদ্দিন ও রকি পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং