সারাদেশ

নওগাঁয় ট্রলি-পিকাপ সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ট্রলি ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে রিপন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন (১৭) এর বাড়ি বদলগাছীর পালশা গ্রামে। কিশোর রিপন ট্রলির হেলপার ছিল। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ।দুর্ঘটনায় পিকাপটি দুমড়েমুচড়ে গেছে।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বেলা ১টার দিকে ট্রলি এবং ছোট পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,