সারাদেশ

নওগাঁয় পাওয়া টাকা নিতে গিয়ে নিখোঁজ জব্বারের মরদেহ উদ্ধার

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জব্বার পার্শ্ববর্তী নূরুল্যাবাদ ইউনিয়নের নূরুল্যাবাদ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি (কশব মধ্যপাড়া) গ্রামের একটি ইটভাটা সংলগ্ন তালপুকুড়িয়া বিলের মধ্যে ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অর্ধগলিত মরদেহের সাথে থাকা জুতা এবং জামা দেখে সনাক্ত করে নিহত জব্বারের ছোট ভাই আজহারুল ইসলাম জানান, তার ভাই গত শুক্রবার সকাল ১০টার দিকে ভোলাগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বুলবুলের কাছে পাওনা ৫০ হাজার টাকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর থেকে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। তিনি সন্দেহ পোষণ করে বলেন, টাকার জন্যই তার ভাই খুন হয়ে থাকতে পারেন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আছি। মরদেহ অর্ধগলিত এবং গলাকাটা হওয়ায় সিআইডি এবং পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং