সারাদেশ

নওগাঁয় পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় থাকা আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার। নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহত আনারুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার বুজুরকান্তপুর গ্রামের মৃত তাজ মোহাম্মদের ছেলে ও মহাদেবপুর উপজেলা সদর মাছের মোড় এলাকার চা দোকানী ছিলেন।

এলাকাবাসী ও ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ অফিসার এস আই খান শহিদুল বলেন , উপজেলা সদরের মাছের মোড়ের পাশে সে একটি চায়ের দোকান করতো। দোকান শেষে সে প্রায় দিনই নেশা করে রাত ১টা থেকে ২টারদিকে বাড়ি ফিরতেন। প্রতিদিনের মতো সে গতকাল বাড়ি থেকে দোকানে আসে এবং রাতে দোকান বন্ধ করে তার সমন্দি (স্ত্রীর বড় ভাই) ফারুকের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে থেকে তার সমন্দি বাড়ি চলে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পড়ে তার বাড়ি পাশের একটি পুকুরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং