সারাদেশ

নওগাঁয় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর মেকানিকের

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সোহেল রানা (৩২) নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসিন্দা।
খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,