সারাদেশ

নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগণদের সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৮.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন ও বিজয় মেলার উদ্বোধন  করা হয়েছে।
 সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগণদেরকে সংবর্ধনা দেওয়া হয়।  উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে আত্রাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর ও সহকারী শিক্ষিকা সুমাইয়া শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেন,আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,  আত্রাই উপজেলা  জামায়াতী ইসলামীর আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি এসএস রেজাউল ইসলাম রেজু,সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,