সারাদেশ

নওগাঁ সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান গাঁজা-মদ উদ্ধার

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা ও ১৬লিটার মদ উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে। রোববার সাড়ে ১২টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সুইপার কলোনী মৃত ভানু বাঁসফোর এর ছেলে রাজা বাঁসফোর (৩৭) ও ভবেষ বাঁসফোর এর ছেলে রাহুল (১৯)।

থানা পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের হরিজন সুইপার কলোনিতে সকাল ৯টায় মৃত ভানু বাঁসফোর এর ছেলে রাজা বাঁসফোরের বাড়িতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরের তালা ভেঙে প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের আগে মাদক ব্যবসায়িরা বুঝতে পেরে কিছু গাঁজার প্যাকেট পাশের পুকুরে পানিতে ফেলে দেয়। পরে সেগুলো উদ্ধার করা হয়। পাশের আরেকটি বাড়ি থেকে ১৬লিটার মদ উদ্ধার করা হয়।

প্রায় ৩ ঘন্টাব্যাপী সুইপার কলোনিতে পুলিশের অভিযান পরিচালনা করা হয়।

পরে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। প্রতিটি বাসায় তল্লাসি চালানো হয়। এসময় কিছু বাংলা মদ উদ্ধার করা হয়।

মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,