সারাদেশ

নাঙ্গলকোটে  দুইপক্ষের মহিলাদের জগড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল।

উঠানে দুইপক্ষের মহিলার ঝগড়া, এক পক্ষ তাদের ওয়াশরুমের পাইপ উঠিয়ে ফেলে দিচ্ছে, অন্য পক্ষ এই নিয়ে বিপত্তি বাধান।

এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি কুমিল্লা জেলার নাঙলকোট উপজেলার সাঙ্গিশ্বর গ্রামের। মুলত দীর্ঘ ৪২ বছরের পারিবারিক বিরোধের জেরেই অপর পক্ষকে ফাসাতে ভিডিও করে ছেড়ে দেয়া হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে চারজন মহিলা একটি পাইপ তুলে দিচ্ছেন। কিন্তু এর পেছনের গল্প একটু ভীন্ন। ৪২বছর আগে এই ঝামেলা শুরু হয় পারিবারিক সম্পত্তি নিয়ে। শতাধিক দেন দরবারেও তা মিমাংসা করা সম্ভব হয় নি।

অবশেষে ২০২৩ সালে আরেকটি পারিবারিক গ্রামীন সালিশ হয়। সেখানেও কোন সুরাহা হয়নি এই সমস্যার।

ভিডিওতে পাইপ তুলতে যাওয়া পরিবার অবশেষে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়।

কোট কাগজপত্র চুলচেরা বিশ্লেষণ করে রায় দিয়েছেন ওই জায়গায়টা বুলু ও নুরু দুই বোনের পক্ষে, এবং ওই জায়গা বুঝিয়ে দেয়ার দায়িত্ব আসে বড় সাঙ্গিশ্বর গ্রামের মেম্বারের কাছে।

তিনি নিজ দায়িত্বে আমিন দিয়ে মাপ জোপ করে দেন এবং মেম্বারের কর্তৃক দরবারের সিদ্ধান্ত অনুযায়ী পাইপ তুলে নেওয়ার জন্য অপরপক্ষকে  দেয়া সময় অতিবাহিত হলেও তারা তা তুলে নেয়নি।

আইনি নোটিশ অনুযায়ী পাইপ লাইন তুলে না নেয়ায় কারণে তারা পাইপ তুলে দেওয়ার জন্য লোক রাখে। সেখানে অপরপক্ষ অর্থাৎ রহমত উল্লাহর পরিবার বাধা প্রধান করেন।

বাধ্য হয়ে জায়গায় পরিবার ওই পাইপ তাদের জায়গা থেকে সরাতে উঠানে আসতে হয়।

এই সুযোগে ভিডিও ধারণ করে রহমত উল্লাহ পরিবারের সদস্যরা তা ফেসবুকে ছড়িয়ে দেন। যাতে উক্ত পরিবারের ব্যাপক মানহানি হয়েছে। এই ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এমন ভিডিও করে তাদের সম্মান হানির বিচার  চান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,