জাতীয় বিনোদন সারাদেশ

নানা আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজে বর্ষবরণ উদযাপিত

ফারিয়াজ ফাহিম
জামালপুর

বাংলা নববর্ষ বাঙালী জাতির পরিচয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।এই দিনটি শুধু নতুন বছরকে স্বাগত জানানো নয়, বরং বাঙালীর হৃদয়ে জমে থাকা হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও একতার প্রতীক।
পহেলা বৈশাখে শহর থেকে গ্রাম — সর্বত্রই আনন্দের জোয়ার বইয়ে যায়।

মানুষ ভুলে যায় ভেদাভেদ, পরিধান করে নতুন পোশাক, যায় মেলা ঘুরতে, খায় পান্তা-ইলিশ আর শোনে “এসো হে বৈশাখ”।

এই দিনটি আমাদের শেখায়—নতুনকে বরণ করে নিতে, পুরাতনকে ছেড়ে সামনে এগিয়ে যেতে।

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বর্ষের শুরু পহেলা বৈশাখ উপলক্ষে জামালপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ৷

আজ(সোমবার) সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে নাচে-গান ও পান্তা ভাত খাওয়াসহ বাঙালীর নানা সংস্কৃতির আয়োজন করা হয়। পরে নববর্ষ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর অধ্যাপক হারুন অর রশিদ,কলেজ শিক্ষক সংসদের সম্পাদক মোঃরেজাউল করিম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহম্মদ চৌধুরী ও বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ আব্দুল হাই আল হাদী।

আনন্দ শোভাযাত্রায় সরকারি আশেক মাহমুদ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী, কর্মচারী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ অংশগ্রহণ করে।

পরে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে বৈশাখ -১৪৩২ উপলক্ষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,