নার্সিং অধিদপ্তর বিলুপ্তের ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে নার্সদের মানববন্ধন
জিয়াউর রহমান প্রতিষ্ঠিত নার্সিং অধিদপ্তর রক্ষায় ময়মনসিংহে বিএনএ’র ঘন্টাব্যাপী মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ মানববন্ধনে বিপুল সংখ্যক নার্সিং কর্মকর্তা অংশ নেন।
নার্সিং অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, এই নার্সিং অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি আমাদের গৌরব ও মর্যাদার প্রতীক। একে বিলুপ্ত করার অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
সভায় সভাপতিত্ব করেন বিএনএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক।
সভাপতি মিজানুর রহমান বলেন,নাসিং অধিদপ্তর নার্সদের সংগ্রামের ফসল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগেই এ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। আজ একটি মহল এই ঐতিহাসিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা নার্সিং পেশার মর্যাদা রক্ষায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন,
৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য, অগ্রগতি সবকিছু মুছে ফেলতে চায় একটি স্বার্থান্বেষী মহল। নার্সিং অধিদপ্তরকে বিলুপ্ত করার চেষ্টা নার্স সমাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
এসময় উপস্থিত ছিলেন সেবা তত্ত্বাবধায়ক খাদিজা খাতুন, উপসেবা তত্ত্বাবধায়ক হামিদা বেগম, অধ্যক্ষ মমতাজ বেগম,বিএনএ’র সহ সভাপতি আজাহারুল ইসলাম সোহাগ, নার্সিং কর্মকর্তা মাসুমা পারভীন, দিপু রায়, আব্দুল আহাদ, শাহানারা বেগম,নুরুল ইসলাম উজ্জ্বল, আব্দুল লতিফ তালুকদার, মজিবুর রহমান,আব্দুল মজিদ, আক্তার হোসেন, তৌহিদ মাহমুদ জুয়েল, মোহাম্মদ লুৎফুর রহমান, শফিকুল ইসলাম, লাকি আক্তার, আসলাম, শাহনাজ পারভীন মুক্তা, লাকি সেন, হায়দার আলী, আইয়ুব আলী,সাইফুল ইসলাম,নাসির উদ্দিন, বিজন বসাক প্রমুখ।
নার্সিং কর্মকর্তা আব্দুল লতিফ তালুকদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,মানববন্ধনে কাজ না হলে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক
কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকলেও আমরা কুচক্রী মহলের ষড়যন্ত্র মেনে নেব না।
বক্তারা আরও বলেন, নার্সিং অধিদপ্তর স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রাণ। এটিকে বিলুপ্ত করা মানে নার্স সমাজের মর্যাদা ও স্বাধীনতাকে খর্ব করা।
তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করে অধিদপ্তরের পূর্ণ মর্যাদা ও স্বাধীনতা বজায় রাখার দাবি জানান।

