তাকিউল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া (নাসিরনগর) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ভলাকুটে গতকাল শনিবার বিকেলে দূর্গা দাস(৩০) নামের এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার ভলাকুট ইউনিয়নের শ্যামল দাসের স্ত্রী দূর্গা দাস বুলেট ট্যাবলেট খাওয়ার পর তার পরিবারের লোকজন জানতে পেয়ে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মেডিকেলে রেফার করে, সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যা ব্যাপারে জানতে চাইলে তার দূর্গাদাসের স্বামী শ্যামল দাস বিএন নিউজ কে বলেন কোনো কারণ ছিল না কোনো ঝগড়া ঝামেলা ছিল না আমাকে কিছু বললো ও না, দুর্গা দাসের তিন টি সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আজ রবিবার ময়নাতদন্ত শেষে দূর্গা দাসের লাশ বাড়িতে আনা হয়।
অভিযোগ না থাকায় এখনো পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়নি।