সারাদেশ

নিজ জায়গায় বাড়ি নির্মাণে প্রতিবেশীর বাধা, মারধরের অভিযোগ

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

নিজ মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণ করতে গিয়ে প্রতিবেশীর বাধার মুখে পড়েছেন মৃত আবুল কালাম পাটোয়ারী স্ত্রী ফাতেমা বেগম। শুধু বাধা নয়, তাদেরকে মারধর করার অভিযোগও উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

 

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ছৈয়াল বাড়িতে। অভিযোগকারী ফাতেমা বেগম (৬৫)জানান, তিনি দীর্ঘদিন ধরে জমিটির মালিক এবং সম্প্রতি সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। তবে প্রতিবেশী বাবুল কাজী, টুনা কাজী, বকুল কাজীসহ কাজ বন্ধ করতে বলেন এবং পরে মারধরের করেন । আমার ছেলের স্ত্রী সাজেদা আক্তাথ সাজুকে এলোপাতাড়ি কিলঘুসি দিতে থাকে। এতে করে তার শরীরের বিভিন্নস্থানে বেদনাদায়ক জখম হয়।   গলায় থাকা ১.৫ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। যাহার বর্তমান বাজার মূল্য ২,৪০,০০০  টাকা।  আমার বসত ঘরে থাকা নগদ ১,৩০,০০০ টাকা নিয়ে যায়।  আমার বসত ঘরে ভাংচুরের আমার প্রায় ৫,০০,০০০  টাকা ক্ষতিসাধন হয়।

 

ভুক্তভোগীর দাবি, পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। মারধরের ফলে আমার ছেলের স্ত্রী সাজেদা আক্তাথ সাজু আহত হন এবং তাকে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

এই ঘটনা নিয়ে বাবুল কাজী বলেন, আমাদের ক্রয়কৃত সম্পদ, ফাতেমা বেগম জোরপূর্বক বসত বাড়ি তৈরি করতেছে। আমরা একটা অভিযোগ করলে দারোগা আমাদের উভয় পক্ষকে  কাগজ নিয়ে বসতে বলে। আমি দারগাকে বলেছিলাম , যদি উনারা  কাগজপত্র দেখাতে পারে,তাহলে আমাদের এই জমির প্রতি কোন দাবি থাকবে না । কিন্তু আজকে তারা পুনরায় কাজ শুরু করলে আমরা কাজে বাধা  দিয়ে আসি। আমাদের বিরুদ্ধে  যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

প্রত্যক্ষদর্শী সবুজ পাটোয়ারী  বলেন, দুই পক্ষের সকালে যখন হাতাহাতি করে আমি দুই পক্ষকে সরিয়ে দিয়ে বলে দিয়েছি আইনগতভাবে যা করার করেন।

এখানে উভয় পক্ষের ২০ থেকে ৩০ জন লোক ছিল।

 

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ  নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,