রাজনীতি

নোয়াখালী–৫ এ বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে নারীদের ঢল।

আবদুর রহিম: নোয়াখালী–৫ আসনের বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী মহিলা সমাবেশ। সমাবেশে বিপুল সংখ্যা নারী উপস্থিত হয়ে প্রার্থীর প্রতি সমর্থন জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর সহধর্মিণী জোছনা আরা বেগম। আবেগঘন কণ্ঠে তিনি বলেন “আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন। আমার স্বামীকে নির্বাচিত করলে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।”

তার বক্তব্যে উপস্থিত নারীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ করা যায়। তিনি নারী সমাজের নানা সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, ফখরুল ইসলাম নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, নারীকল্যাণ, পরিবার–সমাজ নিরাপত্তা এবং দীর্ঘদিনের স্থানীয় সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন।

সমাবেশে নারীরা করতালি, স্লোগান ও সমর্থন প্রদর্শনের মাধ্যমে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
নেতৃবৃন্দের মতে, এ ধরনের নারীসমাবেশ আসন্ন নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করবে এবং প্রার্থীর প্রতি জনসমর্থন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ