সারাদেশ

পঞ্চগড়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন।

একেএম বজলুর রহমান,  পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক মো. সাবেত আলী।
অনুষ্ঠানে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীসহ অনেকে।
জানা যায়, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে অটোভ্যান, একজনকে মুদি দোকান, চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হাড়িভাসা বাজারের ময়লা বহনের জন্য দুটি ট্রলি, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় অসহায় দুস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,