জুলাই বিপ্লবে শহিদের মেয়েকে গণধর্ষণের অভিযোগ

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- জুলাই শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়েকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের সাকিব মুন্সি ও সিফাত মুন্সি। ইতোমধ্যে পুলিশ সাকিব মুন্সিকে আটক করেছে, তবে সিফাত এখনও পলাতক।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শহীদ পরিবারের এই কিশোরী তার বাবার কবর জিয়ারত শেষে নানার বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথ অনুসরণ করে। পরে মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এরপর ভুক্তভোগীর উলঙ্গ ছবি তোলে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
পরদিন (১৯ মার্চ) ভুক্তভোগী নিজেই দুমকি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।