সারাদেশ

পটুয়াখালীর বাউফলে অপহরণের ৫২ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফলে অপহরণের ৫২ ঘণ্টা পর এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে চালানো অভিযানে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানায়, অপহৃত শিবু বনিককে বড় ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশে আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। শিবু বনিক বর্তমানে পরিবারের সঙ্গে আছেন।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আনুমানিক রাত ১টার দিকে আমরা শিবু বনিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। আমরা তাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, বাউফলের কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বণিক (৭৮) গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হাতে অপহৃত হন। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে রোববার সকালে কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলেন ব্যবসায়ী এবং এলাকাবাসীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

গাজীপুরের কাশিমপুরে চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • নভেম্বর ১৩, ২০২৪
গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে