সারাদেশ

পটুয়াখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে লাল সবুজ সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে লাল সবুজ সোসাইটি পটুয়াখালী টিম।

সোমবার(৯ ডিসেম্বর) পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এ সাক্ষাতে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় লাল সবুজ সোসাইটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

আলোচনার সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ লাল সবুজ সোসাইটির কার্যক্রমকে প্রশংসা করে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় লাল সবুজ সোসাইটির কেন্দ্রীয় প্রতিনিধি মো. ইস্রাফিল সহ পটুয়াখালী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। সোসাইটির পক্ষ থেকে নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

লাল সবুজ সোসাইটি ভবিষ্যতে প্রেসক্লাবের সঙ্গে সমন্বয় করে সমাজ উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং