শিক্ষাঙ্গন

পরিবেশ রক্ষায় যা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল তা আজ বিফল: ইবি ‘তারুণ্য’

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘তারুণ্য’ প্রতিষ্ঠাকাল থেকেই সমাজসেবা ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি সংগঠনটির নিয়মিত কার্যক্রমগুলোর মধ্যে সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।

 

গত ২৯ সেপ্টেম্বর (২০২৩) ‘তারুণ্য’ সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ও জিমনেসিয়ামের আশেপাশের ফাঁকা জায়গায় প্রায় ৩০টি বৃক্ষরোপণ করেন। রোপিত গাছগুলোর মধ্যে ছিলো বাগানবিলাস, পলাশ, কাঠগোলাপ, কাঠবাদাম, বেলী-সহ নানা জাতের ফুল ও ফলের গাছ। কিছু গাছ রোপণের কিছুদিন পরই কেউ বা কারা সেগুলো তুলে নিয়ে যায়। তবে বাকি গাছগুলো তারুণ্যের স্বেচ্ছাসেবীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, নিবিড় পরিচর্যার মাধ্যমে বড় করে তোলে।

 

দীর্ঘ সময় ধরে পরিচর্যার ফলে গাছগুলো বেশ বড় হয়ে ওঠে। কিন্তু রোপণের দেড় বছর পর জিমনেসিয়ামের একাধিক সুস্থ-সবল গাছ কে বা কারা কেটে ফেলেছে বলে অভিযোগ সংগঠনটির।

 

তারুণ্যের তৎকালীন সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় বলেন, “গত ৪ মে ২০২৫ তারিখে আমরা দেখতে পাই জিমনেসিয়ামের সামনে তিনটি শিউলি ফুল গাছ মাঝখান থেকে এবং একটি পলাশ গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো প্রায় ১৮-২০ ফুট লম্বা ছিলো। এ বিষয়ে জিমনেসিয়ামের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলা হলে তারাও ঘটনায় হতাশা প্রকাশ করেন এবং কারা এটি করেছে, সে সম্পর্কে অজ্ঞতা। পরবর্তীতে বিষয়টি প্রক্টর স্যারের দৃষ্টিগোচর করলে তিনিও দুঃখ প্রকাশ করেন এবং তদন্ত করে দেখার আশ্বাস দেন।”

 

তারুণ্যের সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, ‘ব্যাপারটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা যেখানে পরিবেশ রক্ষায় ক্ষুদ্র পরিসরে কাজ করছি, সেখানে এই ধরনের অবিবেচকের মতো কাজ আমাদের মানসিকভাবে আহত করে এবং নিরুৎসাহিত করে। পরিবেশ রক্ষায় যতটুকু আশা নিয়ে কাজ করেছি তা আজ বিফল মনে হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই। এই অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে—সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।’

 

এমন সচেতন ও জনকল্যাণমূলক উদ্যোগে বাধা হয়ে দাঁড়ানো এসব কর্মকাণ্ড প্রশাসনের দৃষ্টিগোচরে এনে দোষীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর