সারাদেশ

পলাশে “প্রবীণদের স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবায়”অগ্রাধিকার বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পলাশ উপজেলা (নরসিংদী) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস-২০২৪ উপলক্ষ্যে নরসিংদীর পলাশে “প্রবীণদের স্বাস্থ্য অধিকার ও  স্বাস্থ্যসেবায়”অগ্রাধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) পলাশ শাখার বান্তবায়নে রিকের আইএসআইজিওপি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রিকের আইএসএইচসির সভাপতি শান্তি রঞ্জন ঘোষের সভাপতিত্বেতে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। রিকের আইএসআইজিওপি প্রকল্পের সাব-ডিস্টিক কো-অডিনেটর মইনুল হকের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্ত,মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার,রিকের কর্মকর্তা তাসলিমা আহমেদ.জামিউল ইসলাম মন্ডল,মেহেদী হাসান,শারমিন সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আইএসআইজিওপি প্রকল্পের আইএসএইচসির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আইএসএইচসির ও স্থানীয় শিল্পীরা সংগীত এবং নাটক পরিবেশন করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং