সারাদেশ

পাইকগাছায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী এলাকায় মনা খাতুন (১৭) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পরিবারের সবার অগোচরে সে নিজ বসতঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা জানান, মনা খাতুন কী কারণে এমন চরম পথ বেছে নিল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মেহেদী হাসান জানান, মেয়েটির পরিবার বলছে, গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু কারণে মারা গেছে ময়না তদন্ত পরবর্তী নিশ্চিত হওয়া যাবে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,