সারাদেশ

পাইকগাছায় কুখ্যাত মাদক কারবারি দম্পতির শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনা জেলা প্রতিনিধি:

পাইকগাছায় কুখ্যাত মাদক কারবারি মোঃ মামুন সানা ও তার স্ত্রী হাজরা বেগমের হাত থেকে যুব সমাজকে রক্ষা ও শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চাঁদখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কপোতাক্ষ হাইস্কুল সংলগ্ন মেইন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাহাপাড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন খান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিদ সরদার, বিএনপি নেতা হাফেজ আব্দুর রহিম ও মাওলানা আবু মুসা।

এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মোঃ আনারুল ইসলাম গাজী, খানজাহান সরদার, জলিল সরদার, কালাম সরদার, তুহিন খান, ফজলু সরদার, কামাল সরদার, সফিকুল সরদার, কিনা সরদার, সোহাগ সরদার, উজ্জ্বল গাইন, ইব্রাহিম সানা, সিদ্দিক সানা, তালেব সানা, রুবেল সরদার, মনসুর গাজী, হাফেজ মোঃ মুসা, আনিসুর রহমান পল্টু গাজী ও হাবিবুর রহমান গাজী প্রমুখ।

মানববন্ধনে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মামুন সানা ও তার স্ত্রী হাজরা বেগম এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তারা আরও জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে দম্পতি ধর্ষণ মামলার ভয়ভীতি ও নানা হুমকি দিয়ে থাকেন। পাশাপাশি মামুন সানা কিছুদিন আগও গাঁজা সহ আটক হয়। পরবর্তীতে বাহিরে এসে আরো বেপরোয়া হয়ে উঠেছে।

বক্তারা অবিলম্বে এ দম্পতির মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেফতারের দাবি জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,