পাইকগাছায় নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

এম জালাল উদ্দীন:
পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, ফুলের শ্রদ্ধাঞ্জলী সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মোঃ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডাঃ ইব্রাহিম গাজী।
এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রানি সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ মন্ডল, মুক্তিযোদ্ধা রনজিৎ রায়, সরদার আঃ মাজেদ, জিএম জামির হোসেন, মোঃ আব্দুল গফুর গোলদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সিনিয়র মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাও: সাদেক, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-ছাত্র ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- সাংবাদিক বৃন্দ। পূর্ববর্তীতে জোহর নামাজ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানী।