সারাদেশ

পাইকগাছায় বিভিন্ন মাদ্রাসায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

এম জালাল উদ্দীন:

খুলনার পাইকগাছা উপজেলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। শনিবার (১০ জানুয়ারি) রাতে কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করে তিনি শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।

দিনভর ব্যস্ততার মধ্যেও শীত উপেক্ষা করে ইউএনও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাপ্ত কম্বলগুলো কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এতে করে তীব্র শীতে কষ্ট পাওয়া শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

এ সময় তিনি কপিলমুনির কাশিমনগর এলাকার মোহাম্মাদীয়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, কপিলমুনি সদর এলাকার খাতুনে জান্নাত মাদ্রাসাসহ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন এবং সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন পিআইও অফিস সহকারী সুজয় মন্ডল সহ আনসার সদস্য বৃন্দ।

এদিকে শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের এই সময়ে সরকারের এমন সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সহায়ক হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,