সারাদেশ

পাইকগাছায় মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর কফিনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর কফিনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।

পাইকগাছা উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়াজেদ আলী অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ৮.২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত বীর মুক্তিযোদ্ধা এস .এম. ওয়াজেদ আলীর কফিনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে ও শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন উপস্থিত থেকে সম্মান প্রদর্শন করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,