পাইকগাছায় সুলভ মূল্যে আটা বিক্রয়ের উদ্বোধন

এম জালাল উদ্দীন:
পাইকগাছায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সকালে পৌর সদরের কোর্ট রাস্তায় মুখে পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
খাদ্য অধিদপ্তরের আওতায় ওএমএস কর্মসূচির মাধ্যমে প্রতিদিন পৌরসভায় দুটি কেন্দ্রে ২৪ টাকা কেজি দরে এক মেট্রিক টন আটা বিক্রয় করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় মোট ৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিন দুই জন ডিলার ৫০০ কেজি করে দুটি কেন্দ্রে এক মেট্রিক টন আটা বিক্রয় করবেন। একজন সুফলভোগী সর্বোচ্চ ৫ কেজি আটা কিনতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রতিদিনের বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি বিক্রয় কেন্দ্রে একজন করে সরকারি ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মো. হাসিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, জিএম শাহেদুজ্জামান, মোঃ জামিলুর রহমান রানা, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আবুল কালাম আজাদ, হিরোনময় সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।