পাইকগাছা নবাগত ইউএনও’র সাথে আইনজীবী সমিতির সৌজন্যে সাক্ষাৎ
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে আইনজীবী সমিতির সদস্যরা সৌজন্যে সাক্ষাৎ করেছেন। সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউএনও মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী উপস্থিত আইনজীবীদের সাথে মুক্ত আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাড. জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক: অ্যাড. মো. একরামুল, প্রেসক্লাব পাইকগাছা’র সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, এ্যাড. নাদিরুজ্জামান নাদির, এ্যাড. বেলাল উদ্দিন, অনাদি কৃষ্ণ মন্ডলসহ সমিতির অন্যান্য সদস্য বৃন্দ।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সকলেই নবাগত ইউএনও’র প্রতি শুভকামনা ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।





