সারাদেশ

পাবনায় ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম (২১) নামের এক মোটরসাইকেল আড়োহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। গুরুত্বর আহত নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে আটঘরিয়ার দেবোত্তর-একদন্ত সড়কের ত্রিমহন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল পাবনা শহরের পাওয়ার হাউজপাড়া পৈলানপুর মহল্লার নান্নু মিয়ার ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, আজ বিকেলে পাবনা থেকে নিহত রাতুল ও তার চাচাতো বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে একদন্ত যাওয়ার পথে ত্রিমহন নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাক ট্রাকের সাথে সংঘর্ষে গুরুত্বর আহত হন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাতুলকে আটঘরিয়া ও চাচাতো বোনকে পাবনা  জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রাতুনকে মৃত ঘোষনা করেন। পুলিশ আরো জানায়, ঘাতক ড্রামট্রাক আটক করেছে পুলিশ। চালক পলাতক।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,