সারাদেশ

পাবনায় ফুলবাগান থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার পাবনা

পাবনায় একটি ফুলের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পাবনা ডিবি পুলিশ।রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার চক ছাতিয়ান আবকাশ নামক একটি বাসভবনের সামনে ফুলবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজিনূর রহমান, পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির, এসআই বেনু রায়সহ অন্যান্যরা।

পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাবনা চক ছাতিয়ানী মসজিদের সামনে অবকাশ নামক বাসভবনের সামনের বাগান থেকে তিনটি পরিত্যক্ত পাইপ গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি। কে বা কারা রেখে গেছে এ বিষয়ে এখনো জানা যায়নি, তবে রাস্তার দুপাশে সিসি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,