সম্পাদকিয় সারাদেশ

পাবনায় ২৪ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার- ১

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার সুজানগরে ২৪ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ইনতাজ হোসেন সুজানগর উপজেলার চন্ডিপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে। শনিবার (৮ মার্চ) উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজারের একটি বিকাশের দোকান থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ইনতাজ জাল টাকা ব্যবসায়ী চক্রের সদস্য। ৫০০ টাকার জাল নোট ২০০ টাকায় কিনতো চক্রটি। পরে কুরিয়ারের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে স্থানীয় দোকান, এনজিও ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানসহ বিভিন্ন জায়গায় চালানো হতো।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশের দোকানে জাল টাকা চালানোর চেষ্টা করা হচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালালে সন্দেহভাজনকে আটক করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞদের সহযোগিতায় ও টাকার নম্বর মিলিয়ে টাকাগুলো জাল বলে প্রমাণিত হয়। জিজ্ঞাসাবাদের আটক ব্যক্তি জাল টাকা ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এসময় তার সঙ্গে থাকা ২৪ হাজার জাল টাকা জব্দ করা হয়। এর সবগুলোই ৫০০ টাকার নোট ছিল।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজী শাহনেওয়াজ বলেন, জিজ্ঞাসাবাদে আটক ইনতাজ হোসেন জাল টাকা সংগ্রহ ও চালানো সম্পর্কে আমাদের জানিয়েছেন। তিনি গাজীপুর ও যশোরসহ কয়েকটি জায়গা থেকে ৫০০ টাকার নোট ২০০ টাকায় ক্রয় করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন দোকানে চালাতেন বলে জানিয়েছেন। ঈদকে সামনে রেখে প্রথম চালানে তিনি ৫০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। যার সবগুলোই ৫০০ টাকার নোট। বিভিন্ন জায়গায় ব্যবহারের পর তার কাছে ২৪ হাজার জাল টাকা অবশিষ্ট ছিল।

পুলিশ সুপার আরও জানান, আটক ইনতাজের নামে এ সংশ্লিষ্ট আইনে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। পরে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সম্পাদকিয়

বদলে যাচ্ছে কৃষি, ঝুঁকিতে স্বাস্থ্য

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected