সারাদেশ

পাবনায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার সাঁথিয়ায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ধর্ষক আকাশ হোসেনকে (২৩) বৃহস্পতিবার (২০ মার্চ) গ্রেপ্তার করেছে পুলিশ। সাঁথিয়া পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামে ১৯ মার্চ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আকাশ ওই গ্রামের দবির প্রামানিকের ছেলে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীর (১২) বাবা-মা পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে আকাশ হোসেন ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির মা ঘরের দরজা খুলতে না পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে লোকজনকে ডাকাডাকি  করতে থাকে। ধর্ষক আকাশ ঘরের দরজা ভেঙ্গে দ্রুত বের হয়ে আসে। এক পর্যায়ে এলাকাবাসী তাকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। পরে রাত ৯ টায় ধর্ষিতাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ধর্ষিতাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফারেল করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) মেয়েটির মা বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২০ মার্চ, বৃহস্পতিবার বিকেলে আকাশকে গ্রেপ্তার করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,