সারাদেশ

পাবনার চাটমোহরে মধুচক্রের মূল হোতা সাগর আটক

সাব্বির আহমেদ , স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার চাটমোহর থানা পুলিশ সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে অসামাজিক কার্যকলাপের পরিচালক মধুচক্রের মূলহোতা সাগর (২৫) কে আটক করেছে। আটককৃত সাগর চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশের একটি সূত্র জানায়। সম্প্রতি এই সাগর,কয়েকজন বন্ধু ও স্কুলগামী কিশোরীদের মাদকসেবনসহ অসামজিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ফুঁসে ওঠে চাটমোহরবাসী। মাদক,কিশোর গ্যাং মধুচক্রের সদস্যদের গ্রেফতারের দাবিতে চাটমোহর পৌর সদরে একাধিক মানববন্ধন করে সচেতন চাটমোহরবাসী।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান,অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাগরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি। তার বিরুদ্ধে কেউ মামলা বা অভিযোগ করছেনা। পরে বিস্তারিত জানানো যাবে।

এদিকে চাটমোহর থানা পুলিশ গত ৩০ আগস্ট দিবাগত রাতে পাবনা সদরের হেমায়েতপুর এলাকা থেকে মধুচক্রের আরেক সদস্য রায়নাকে আটক করেছে। আটককৃত রায়না চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের রতন প্রামানিকের মেয়ে। সম্প্রতি এই কিশোরী তার কয়েকজন বন্ধু-বন্ধবীর মাদকসেবন ও অসামজিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রায়নাকে তার পিতার জিম্মায় দিয়েছেন পাবনার নারী ও শিশু আদালত। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,