পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান , এক লক্ষ টাকা জরিমান

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার(পাবনা)
পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির দায়ে এক লক্ষ টাকা জরিমানা ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালনগরে আলীর বাড়িতে হানা দেয় ভ্রাম্যমান আদালত। এসময় সিসি ক্যামেরায় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সদস্যরা পালিয়ে যায়।
তবে, নকল দুধ তৈরি করার মুহূর্তে দুই শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আলী হোসেন গোপালনগর এর নুর আলীর ছেলে। আলী ও তার ভাই দীর্ঘ দিন ধরে নকল দুধ তৈরির সাথে জড়িত। বিগত ছয় মাসে আলী ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পাঁচবার জরিমানা ও মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়। আলী ও তার ভাই নকল দুধ তৈরি করে বাঘাবাড়ি মিল্কভিটাসহ অন্যান্য দুধ কোম্পানিতে সরবরাহ করত।
নকল দুধ তৈরির খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে তাদের কোড থেকে কোন কোম্পানি দুধ গ্রহণ করে না। পরবর্তীতে শফি ও তার ভাই আলী বিভিন্ন লোকের মাধ্যমে তাদের দুধ কোম্পানি গুলোতে সরবরাহ করত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান ও তার তার সঙ্গীয় পুলিশ সদস্যরা। সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নকল দুধ তৈরির সময় একটা নাটকীয় প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। নকল দুধ যখন ব্লেন্ড করা হয় ব্লেন্ডারের শব্দ যাতে বাহিরে না যায় সেজন্য বিকট শব্দে সাউন্ড বক্স বাজানো হয় সাউন্ড বক্স জব্দ করা হয়েছে।