সারাদেশ

পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালকে কারাদণ্ড।

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনা মানসিক হাসপাতালকে দালালমুক্ত করতে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে ৯ জন দালালকে আটক করা হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ অভিযান চালানো হয়। আটক দালালদের মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটকরা হলেন- সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামের বাসিন্দা মো. মুকাররম (৫০), জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. হালিম (৪০), মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের বাসিন্দা মো. শফিকুল (৫৫), ছাবিত (১৯), মো. মুন্নাফ (৩১), বুদের হাট গ্রামের বাসিন্দা জুয়েল রানা (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আলমগীর হোসেন (৩৫)।

পুলিশ ও এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মানসিক হাসপাতালে বহিরাগত দালাল চক্র সক্রিয়ভাবে রোগী ও স্বজনদের হয়রানি করে আসছিল। এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে হাসপাতালের ভেতর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই এবং প্রশাসনের অভিযানে সহযোগিতা করেছি। দালালদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,