সারাদেশ

পুলিশ যেন দলীয় বাহিনী হিসেবে কাজনা না করে-ফুলগাজীতে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
পুলিশ যেন আর কোন দলীয় বাহিনী হিসেবে কাজ না করে সেদকি লক্ষ রাখতে হবে ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।রাজনৈতিক ব্যক্তিদের বলতে চাই,পুলিশ যেন আর কখনো দলীয় বাহিনী হিসেবে কাজ করতে না পারে সেদিকে মুখ্য ভূমিকা রাখতে হবে।এটা যদি নিশ্চিত করতে পারেন, তবে এই বাংলাদেশ ভবিষ্যতে সবার বসবাসের উপযোগী হবে বলে নিজেদেরকে ভবিষ্যতে আইননুসারে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।গতকাল বুধবার বিকেলে ফুলগাজী থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের সভাপতিত্বে ফুলগাজী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন,যুগ্ম আহবায়ক গোলাম রসুল গোলাপ মজুমদার,ফুলগাজী উপজেলা জামায়াতের আমির মোঃ জামাল উদ্দিন চৌধুরী,ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আবদুল মতিন,উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভুঞা,ছাত্র প্রতিনিধি ওমর ফারুক রাজু,আবদুর রহিম, ফুলগাজী ব্যবসায়ী সমিতির আহবায়ক শহীদুল ইসলাম মজুমদার,সদস্য সচিব এনামুল হক এনাম সহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।এছাড়া সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূরুল হুদা শাহীন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম শামীম সকল শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা মাদকের নির্মূল ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করেন।বিট পুলিশিং সভার সভাপতি ওসি ওয়াহিদ পারভেজ তার বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলেন এটি নিয়ন্ত্রণ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়।বিট পুলিশিং সভায় ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা প্রধান অতিথির বক্তব্যে বলেন,জুলাই গণ-অভ্যুত্থানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের অনেক কিছু শেখা রয়েছে।তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের আক্রোশ মিথ্যে নয়,এটি প্রয়োজন ছিল আমরা আমাদের কাজ দিয়ে মানুষকে মূল্যায়ন করতে পারিনি,মানুষের যে মর্যাদা আমরা সেটা করতে পারিনি।আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি।অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনের কথা উল্লেখ করে বলেন ছাত্ররা আমাদের যে সুযোগ করে দিয়েছে তা আমরা রক্ষা করব,কাজ করে যাব।ভবিষ্যতে পুলিশিং কাজ হবে ন্যায়ের ভিত্তিতে,সমতার ভিত্তিতে।তিনি ফুলগাজী থানায় দুটি অপরাধের কথা উল্লেখ করে বলেন একটি হলো মাদক আর একটি হলো শিশু অপরাধ।এই অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে,নির্মল করতে হবে।এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন তবেই আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং