সারাদেশ

পৌরসভার সড়ক বাতি স্থাপনে দুর্নীতির তদন্ত শুরু 

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ১১২ টি সৌর সড়কবাতি স্থাপনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উল্লেখ করে সংবাদ প্রকাশ হওয়ায় তদন্ত শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
“কালীগঞ্জ পৌরসভার ১১২ টি সৌর বিদ্যুতের সড়ক বাতি স্থাপনের দুর্নীতির অভিযোগ” শিরোনামে ৮ ডিসেম্বর রোববার বিভিন্ন পত্রিকায় – এ সংবাদ প্রকাশের জেরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই দিনই  কালীগঞ্জ পৌরসভার প্রশাসক দেদারুল ইসলাম স্বাক্ষরিত ৬০৯ নং স্মারকে  পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে   তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন পৌর নির্বাহী প্রকৌশলী কবীর হাচানকে।উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, পৌর এলাকায় ১১২ টি সড়ক বাতি স্থাপনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের ফলে অত্র দপ্তরের ভাবমূর্তি ক্ষুন্ন  হয়েছে। উল্লিখিত প্রকল্পের ১১২ টি সড়ক বাতি কোন কোন স্থানে স্থাপন করা হয়েছে এবং স্থাপিত সবগুলো বাতি প্রকল্পের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত সক্রিয় আছে কিনা আর থাকলেও কতটি বাতি সক্রিয় এবং কতটি নিষ্ক্রিয় তা তদন্তপূর্বক প্রতিবেদন আগামী ৭ কর্ম দিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কালীগঞ্জ পৌরসভা কর্তৃক বাস্তবায়নকৃত “গ্রিন হাউজ গ্যাস নিরসন কমানোর লক্ষ্যে কালীগঞ্জ পৌর এলাকার সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন”শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কালীগঞ্জ পৌরসভা নির্বাহী প্রকৌশলী কবির হাচান।এই প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা ব্যয় দেখানো হয়। বরাদ্দের সম্পূর্ণ অর্থ ব্যয় না করে নানা অনিয়ম এর মাধ্যমে সৌর সড়ক বাতি প্রকল্পটি থেকে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং