সারাদেশ

প্রেসক্লাব চৌগাছার নব গঠিত আহবায়ক কমিটি বিএনপির নেতাদের সাথে মতবিনিময়

মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

প্রেস ক্লাব চৌগাছার নব গঠিত আহবায়ক কমিটি জেলা উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সাথে মতবিনিময় করেন। এসময় নেতৃবৃন্দ বিএনপির এই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক নেতৃবৃন্দ চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সাথে মতবিনিময় করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। একই দিনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সাথে মতবিনিময়ের পাশাপাশি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকেলে বিশিষ্ঠ সমাজসেবক আবুছারের সাথে মতবিনিময় শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতাদের কাছে সার্বিক বিষয়ে সহযোগীতা কামনা করেন।
এ সময় নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক অধ্যক্ষ শিহাব উদ্দিন, সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, মঈনউদ্দিন মঈন, আসিফ ইকবাল রকি, ইঞ্জিঃ রাজু আহমেদ, টিপু সুলতান, ইমাম হোসেন সাগর, ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং