ফেনীতে ইউনিটি ব্লাড সেন্টার কম্বল পেল মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে রক্তদাতা ও স্বেচ্ছা সেবী সংগঠন ইউনিটি ব্লাড সেন্টারের তাদের একযুগ পূর্তি উপলক্ষে মাদ্রাসার এতিম শিশু ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করেছে। বুধবার বিকেলে শহরের কলেজ রোডস্থ ফেনী সফিকিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিম খানায় কুরআন হিফযরতদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাপ্তাহিক স্বদেশপত্র প্রকাশক ও সম্পাদক এন এন জীবন ও সংগঠনে উপদেষ্টা সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক নাজমুল হক শামীম।ইউনিটি ব্লাড সেন্টার বাংলাদেশের সভাপতি খুরশিদ রহমান সূর্যের সভাপতিত্বে ও মো.আবদুস সালাম ফরায়েজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মুফতি ইলিয়াস খান,প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ, বর্তমান সাধারণ সম্পাদক রাজীব শীল।বক্তারা ইউনিটি ব্লাড সেন্টার ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক যুগের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আর ও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,তারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক আবদুল হান্নান, দাউদুল ইসলাম,সুজন,রিমন,আশিক,রাজ,সাজ্ জাদ,মাহিন,মোবারক,মোজাম্মেল সহ কার্যকরী কমিটির সকল সদস্য এবং ইউনিটি পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।