সারাদেশ

ফেনীতে বিএনপির কমিটি বিলুপ্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম।

মশি উদ দৌলা রুবেল:
দীর্ঘ দেড় দশক পর সোনাগাজী উপজেলা ও পৌর এবং দাগনভুঞা উপজেলা ও পৌর বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি ঘোষনা দিয়েছে ফেনী জেলা বিএনপি।২২ ডিসেম্বর জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষনা দেন।তাৎক্ষণিক উক্ত কমিটি অগঠন তান্ত্রিক ও অসাংগঠনিক বলে ঘোষনা দেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।২৩ ডিসেম্বর, সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও পথসভায় চারটি কমিটি বিলুপ্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন দুই উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।জানাগেছে,চারটি পকেট কমিটি বাতিলের দাবিতে সোনাগাজীর ডাক বাঙলা মোড়ে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এতে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন,পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবির,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাসান মাহমুদ প্রমূখ।  বক্তারা বলেন,আওয়মীলীগের দোসরদের দিয়ে পকেট কমিটি করেছে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন।এই কমিটিগুলো কেউ মানছেনা।তাই আগামি ২৪ ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে হবে।অপরদিকে কমিটিগুলোকে স্বাগত জানিয়ে সোমবার বিকালে পৌর শহরে আনন্দ মিছিল করেছে বিএনপির একাংশ।মিছিল শেষে সোনাগাজী জিরোপয়েন্টে এক পথসভায় বক্তব্য দেন,ফেনী জেলা কৃষকদলের সাধারন সম্পাদক সামছুদ্দিন খোকন,নবগঠিত উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ আলম,সাবেক চেয়ারম্যান আবুল কালাম, পৌর বিএনপির আহবায়ক মনজুর হোসেন,সদস্য সচিব নিজাম উদ্দিন প্রমূখ।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ফেনী জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবগঠিত উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ আলম বলেন,অতীতের ন্যায় সোনাগাজীকে বিএনপির ঐক্যবদ্ধ দূর্গ হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করবো।আগামিদিনে সবাইকে সাথে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।প্রসঙ্গত,দীর্ঘ ১৫ বছর পর সোনাগাজী ও দাগনভুঞা উপজেলা এবং পৌর বিএনপির কমিটি ঘোষনা দেয় ফেনী জেলা বিএনপি। সোনাগাজী উপজেলা বিএনপির কমিটিতে সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলুকে আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছৈয়দ আলম ভুঞাকে সদস্য সচিব করা হয়েছে।সোনাগাজী পৌর কমিটিতে, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনজুর হোসেন বাবরকে আহবায়ক,সাবেক কাউন্সিলর মুুহাম্মদ ইয়াছিনকে যুগ্ম আহবায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কে সদস্য সচিব করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষনা দেয়া হয়েছে।দাগনভুঞা উপজেলা বিএনপির কমিটিতে সাবেক সভাপতি আকবর হোসেনকে আহবায়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।দাগনভুঞা পৌর কমিটিতে শফিকুর রহমানকে আহবায়ক ও হুমায়ুন কবিরকে সদস্য সচিব করা হয়েছে।২৪ ঘন্টার মধ্যে এ কমিটিগুলো বিলুপ্ত না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।অপরদিকে,রোববার রাতে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী জামসেদ ও দাগনভুঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপনের নেতৃত্বে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এক সংক্ষিপ্ত পথসভায় এই নেতা বলেন,২৪ ঘন্টার মধ্যে এই পকেট কমিটি বাতিল করতে হবে।দাগনভুঞা উপজেলা কমিটির আহবায়ক আকবর হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছি,দল তারই মুল্যায়ন করেছে।যারা বিরোধিতা করছে,দলের সিদ্ধান্ত মানছেনা তারা কারা?জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন,দলের সাংগঠনিক টিমের নির্দেশনা অনুযায়ী দুঃসময়ের কর্মকাণ্ড বিবেচনা করে সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ককে বিষয়টি জানানোর পরও তিনি কমিটিতে সাক্ষর করেননি।ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন,বিএনপি একটি গণতান্ত্রিক দল।এভাবে পকেট কমিটি আমরা কখনো সমর্থণ করিনা।এই চারটি কমিটি অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক।এজন্য জেলা ও উপজেলার কোন নেতৃবৃন্দ এই কমিটি গ্রহণ করতে চাইছেন না।এটাকে কোনভাবে কমিটি বলতে নারাজ তিনি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং